আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন জানিয়ে রাখি। IUBAT নামে একটি বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় পোশাক যেমন পাঞ্জাবি, হিজাব নেকাব পড়ে ভার্সিটিতে প্রবেশ করা হারাম। এই বিষয়ে যেদিন প্রতিবাদ কর্মসূচি হয়েছিলো। পরেরদিন মরহুম শ্রীমতি ভিসি, বহিরাগত জংগীরা ভার্সিটির ছাত্র ছাত্রীদের উস্কানি দিচ্ছে বলে পেপারে ছাপিয়েছিলো।
যারা ধর্মীয় লেবাসে ভার্সিটিতে আসার অধিকার চেয়েছিলো তাদের অনেকের ছাত্রত্ব বাতিল করা হয়।
আমরা দূর দেশের কথা ভাবছি? নিজ দেশেই তো আমরা অধিকার বঞ্চিত। মানবরচিত সংবিধান কিন্তু সেই ভার্সিটির রুলস আজও পরিবর্তন করতে পারেনি।
জন্তু জানোয়াররা নাংগা কুকুরের ন্যায় রাস্তায় হাটতে চাওয়াকে অধিকার জ্ঞান করে অথচ পোশাকের স্বাধীনতার প্রশ্ন এলেই এরা মুখে ব্যবহৃত ঢিলা কুলুপ এটে বসে।
তসলিমাদের মত দেহপসারিনীরা আল্লাহু আকবার ধ্বনীকে ISIS এর সাথে তূলনা করে নারী অধিকারের কথা বলে। আহ আমাদের বড় টিপ আর হাতাকাটা ব্লাউজ পড়া গর্দভগুলো যদি ইকটু বুঝতো! নাকি এরা বুঝেই না বুঝার ভান করে থাকে?