- Advertisement -
অনুষ্ঠিত হবে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। বেশ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে শিল্পকলা একাডেমিতে নির্বাচনকে সামনে রেখে। সমবেত হচ্ছেন সেখানে প্রতিদিন সন্ধ্যায় তারকা অভিনয় শিল্পীরা। জমিয়ে আড্ডাও দিচ্ছেন প্রার্থীরা নির্বাচনী প্রচারণার পাশাপাশি।
মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অভিনয় শিল্পী সংঘের ২০২২-২৩। শুরু হয়ে গিয়েছে উৎসব নির্বাচনকে ঘিরে এরইমধ্যে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হবে। বেশ সরব হয়ে উঠেছে দুটি নির্বাচন নিয়ে ইতোমধ্যে টেলিভিশন ও চলচ্চিত্রাঙ্গণ। লড়বেন জনপ্রিয় অভিনেতা আহসান হাবিব নাসিম টেলিভিশন শিল্পী সংঘের এবার সভাপতি পদে।
- Advertisement -
- Advertisement -
এবারের নির্বাচনে আমি সভাপতি পদে নির্বাচন করছি, আহসান হাবিব নাসিম বলেন। জমা দিয়েছি আজকে মনোনয়ন ফর্ম। প্যানেলভিত্তিক নির্বাচন হয় না, স্বতন্ত্র প্রার্থী হয় আমাদের অভিনয় শিল্পী সংঘের। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছিলেন আহসান হাবীব নাসিম ২০১৯-২১ মেয়াদে অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে।নির্বাচিত হয়েছিলেন ৪২২ ভোটে।
- Advertisement -