- Advertisement -
- Advertisement -
- Advertisement -

হঠাৎ করে নামলো ব্যাধি
হাত ধোয়াতে যায়,
মুখে রুমাল চোরের বেশে
লোক জমাট নাই।
- Advertisement -
সাবান-সোটা হাতে মাখিয়ে
ভাবছি বেঁচে যাবো,
দুদিন বাদে ঘর বন্দি
চিবিয়ে কিবা খাবো!
বাড়ির পরে বাড়ির লোক
সিদ্ধ নব ক্ষণে
ডানা মেলানো জাতি যখন
বন্ধ কিসে বনে?
আহার জোটে তিনের দুই
বাইরে কড়া সেনা!
মুখ বন্ধ পেটেই ক্ষুধা
করে গরীব দেনা!
হঠাৎ করে নামলো ব্যাধি
পাশের বাড়ি চুপ!
লোকজনেরা মোদের দেখে
দেখায় একি রূপ!
পরিবেশের দোষটা কেনো
নেয়না কেউ কাধে,
দূষ-দূষণ সব ছড়ায়
যখন সবে রাধে!
Writen by Abu Hnaif Biplab
- Advertisement -