- Advertisement -
এখনো দশদিন হয়নি বিদ্যা সিনহা মিম সংসার শুরু করেছে। নতুন সংসারে দুঃসংবাদ এর মাঝেই নায়িকার। মিমের স্বামী সনি পোদ্দার, বাবা বীরেন্দ্রনাথ সাহাকরোনায় আক্তান্ত হয়েছেন।
হানিমুন যাত্রা স্থগিত করা হয়েছে যার ফলে নবদম্পতির মালদ্বীপের। স্থগিত করেছেন মিম এছাড়া বেশ কিছু আয়োজনও।
তবে বাবার গলা ব্যথা সানি ও বাবার হালকা জ্বর-কাশি আছে মিম বলেন বিশ্রামে আছেন দুজন। করোনা পরীক্ষার ফলাফল এখনো নেগেটিভ দুই পরিবারের বাকীদের। পরিবারের সবাই সুস্থ হলে নতুন করে করব হানিমুনসহ অন্য পরিকল্পনা।
ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সনাতন ধর্মরীতি মেনে বিদ্যা সিনহা মিম গেল মঙ্গলবার (৪ জানুয়ারি)।
- Advertisement -
- Advertisement -
সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’ বিদ্যা সিনহা মিম অভিনীত। ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমার শুট করেছেন তিনি অন্তর্জাল’ ও ‘দামাল’।
- Advertisement -