- Advertisement -
- Advertisement -
- Advertisement -
ফের উড়াল দিচ্ছেন হলিউডে বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন। দেখা মিলবে রমকম (রোমান্টিক কমেডি) সিনেমায় এবার অ্যাকশন সিনেমা ছেড়ে দীপিকাকে।
সিনেমাটির গল্পে দেখা মিলবে ভিন্ন দুই দেশের দুই তরুণ-তরুণীর প্রেমের গল্প হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইনের খবর, নাম ও পরিচালক চূড়ান্ত না হওয়া। মার্কিন বিনোদন সংস্থা এসটিএক্সফিল্মস সিনেমাটি নির্মাণ করছে।
- Advertisement -
টেম্পল হিল প্রোডাকশনসের সঙ্গে আলাপচারিতা চালাচ্ছে প্রতিষ্ঠানটি প্রযোজনার জন্য। দীপিকার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কা প্রোডাকশনস’ সহ-প্রযোজক হিসেবে চূড়ান্ত। দেখা যাবে দীপিকাকে সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে।
দীপিকা বিশ্বের বড় একজন ভারতীয় তারকা সিনেমাটি প্রসঙ্গে এক বিবৃতিতে এসটিএক্সফিল্মস-এর চেয়ারম্যান অ্যাডাম ফগেলসন জানিয়েছেন।একজন সুপারস্টার দারুণ মেধাবী ও ব্যক্তিত্বের অধিকারী। এর আগেও সফলতা এনে দিয়েছেন তিনি ইরোজ ইন্টারন্যাশনাল ফিল্মসে।
এবার রোমান্টিক কমেডি তৈরি করছি তাঁকে নিয়ে আমরা। এ প্রজেক্টটি দর্শককে আনন্দ দেবে আমরা বিশ্বাস করি।
সিনেমায় প্রথম বার হলিউডে দেখা মিলেছিল দীপিকার ২০১৭ সালে ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জান্ডার কেজ’ শিরোনামের। ‘পাঠান’ সিনেমার শুট করছেন দীপিকা শাহরুখ খানের বিপরীতে। ২০২২ সালের ঈদে মুক্তি পাবে। যশরাজ ফিল্মস সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছে। আনুষ্ঠানিক ঘোষণা আসেনি প্রযোজনা প্রতিষ্ঠানের তরফে এ সিনেমা প্রসঙ্গে এখনও।
- Advertisement -