- Advertisement -
- Advertisement -
- Advertisement -
দাঁতের ডাক্তার হবার সুবিধা ও অসুবিধা দুটোই মারাত্মক।
মনে করুন, দাঁতের ডাক্তারের কাছে কোন রোগী গেল। যাকে ডাক্তারের খুব পছন্দ হলো। সাধারণ মানুষের মতো তার কিন্তু হাত গুটিয়ে বসে থাকতে হবে না।
- Advertisement -
ডাক্তার ইচ্ছে করলেই তার ঠোঁট ধরতে পারবে।তার গাল ধরে টানতে পারবে। যত ইচ্ছে টানাহেঁচড়া করতে পারবে। রোগী কিছুই বলতে পারবে না। এইটা হলো বিরাট সুবিধা।
আর যদি কোন রোগীকে ডাক্তারের পছন্দ হয়ে যায়, সেই রোগী এক হাত দূরত্ব থেকে টাস টাস করে পুরোটা সময় ডাক্তারের দিকে তাকায় থাকতে পারবে। শুধুমাত্র চোখে চোখ তাকিয়ে পুরা সংসার পাতায় ফেলার চেষ্টা করতে পারবে।এটাই হলো বিরাট অসুবিধা।
এজন্যই দাঁতের ডাক্তারের উদ্দেশ্যে কবি বলে গেছেন, কোন কিছু করার নেই, বাজিবে বুকে সুখের মতো ব্যথা,হজম করিবে…….
- Advertisement -