- Advertisement -
- Advertisement -
- Advertisement -
তুচ্ছ যেথা তোমার ছায়া
ললাট ভরা ত্যাগ,
বিকাশ যবে নিকটে আসে
সফলে ভরা ব্যাগ!
- Advertisement -
আকাশ তব বিশাল ভেবে
উড়তে যবে চাও!
ললাট লেখা পালটে নিতে
নিশেষ হয়ে যাও!
সমাজ বাক্য মাথায় এনে
থমকে কেনো গেলে?
পথটা বড় কঠিন ভাবো
ভাবছো কেনো বেঁলে!
চল-চলিয়ে যাচ্ছে গাড়ি
শেষ হাসিটা কার?
রক্ত ক্ষয়ে থামে যে জন
বিজয় নাহি তার!
শক্তি নিয়ে ফিরে দাড়াও
ধাল তোমার বল,
ঐক্য পায়ের চলন দিয়ে
বিপদ হবে জল!
writen by Abu Hanif Biplab
- Advertisement -