- Advertisement -
- Advertisement -
- Advertisement -
টয়লেটে বসে মোবাইলে গেম খেলার সময় পশ্চাৎদেশে সাপের দংশন!
- Advertisement -
আজকাল তরুণদের মধ্যে মোবাইলে গেম খেলার আসক্তি নতুন কিছু নয়। অনেক মানুষ তো টয়লেটে বসেও মোবাইলে গেম খেলায় আসক্ত।
সম্প্রতি এ ঘটেছে এক অদ্ভুত ঘটনা। টয়লেটে বসে মোবাইলে গেম খেলছিলেন মালয়েশিয়ার ২৮ বছর বয়সের এক তরুণ। টয়লেটে বসে তিনি গেম খেলাতে মারাত্মকভাবে আসক্ত ছিলেন।
এজন্য আশেপাশের কোনো কিছু তিনি আর লক্ষ্য করেননি। এতেই ঘটে যায় এক দুর্ঘটনা। এ সময় একটি সাপ তার পশ্চাৎদেশে দংশন করে দেয়।
আতঙ্কিত হয়ে সাপটিকে টেনে নিয়ে বাথরুমের দরজা ভেঙে বেরিয়ে যান। এ ঘটনার দুই সপ্তাহ পরে জানা যায়, সরীসৃপটি তার পশ্চাৎদেশে দাঁতের টুকরো রেখে গেছে।
—Abu Hnaif Biplab
- Advertisement -