- Advertisement -
‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত বছরের ২৬ নভেম্বর বলিউড সুপারস্টার সালমান খান ও তাঁর বোনজামাই আয়ুশ শর্মা অভিনীত। বক্স অফিসেও ভালো করে সিনেমাটি দর্শক ও চিত্রসমালোচকদের প্রশংসার পাশাপাশি। তৃতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা এটি ২০২১ সালে বলিউডে।
বক্স অফিসে সাফল্যের পর জিফাইভে মুক্তি দেওয়া হয় ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর। সেখানেও দারুণ সাড়া মেলে টিটি প্রিমিয়ারের পর।
টানা ৩৭ কোটি মিনিটের বেশি দেখেছে জিফাইভে সিনেমাটি। ২০২১ সালের হাইয়েস্ট স্ট্রিমড ফিল্ম এটি এর মাধ্যমে রেকর্ড।
সিনেমাটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি ‘মুলশি প্যাটার্ন’ সিনেমার রিমেক মহেশ মাঞ্জরেকার পরিচালিত ‘অন্তিম। বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ এ গ্যাংস্টার ড্রামার প্রশংসা করেছেন বলিউডের।
- Advertisement -
- Advertisement -
এ তকমা ফের প্রমাণ হলো সালমানের সিনেমা মানেই যে সুপারহিট।
- Advertisement -