9.6 C
New York
Saturday, December 9, 2023

জাহান্নামের ভয়াবহতা নিয়ে গা শিউরে ওঠার মতো কিছু হাদিস

- Advertisement -
- Advertisement -
- Advertisement -


মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন,
কবরের শাস্তির শব্দ যদি পৃথিবীর কোন
মানুষ শুনতে পেত, তাহলে সে কলিজা
ফেটে মারা যেত।

- Advertisement -

জাহান্নামের
ভয়বহতা প্রসঙ্গে মহানবী হযরত মুহাম্মদ
(সা.) আরো বলেছেন,


১। জাহান্নামের ৭০টি লাগাম
থাকবে এবং প্রতিটি লাগামে ৭০
হাজার ফেরেস্তা থাকবে তারা তা
টেনে আনবে। (মুসলিম- ইবনে মাসউদ

(রা.)।

২। দুনিয়ার ব্যবহৃত আগুনের উত্তাপ
জাহান্নামের আগুনের উত্তাপের ৭০
ভাগের ১ ভাগ। (বুখারী, মুসলিম- আবু

হুরায়রা (রা.)।

৩। আগুনের জুতা পরিয়ে শাস্তি দেয়ার
ফলে তার মগজ টগবগ করে ফুটতে থাকবে,
যা হবে জাহান্নামের সবচেয়ে কম
শাস্তি। (বুখারী, মুসলিম- নুমান ইবনে

বাশীর (রা.)।

৪। জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম
শাস্তি হবে আবু তালিবের। তার
পায়ে দু’খানা আগুনের জুতা পরিয়ে
দেয়া হবে, ফলে তার মাথার মগজ
ফুটতে থাকবে। (বুখারী- ইবেন আব্বাস

(রা.)।

৫। দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিকে
জাহান্নামের আগুনে ঢুকিয়ের বের
করা হবে। তাকে বলা হবে, তুমি
দুনিয়াতে কখনো সুখ ভোগ করেছিলে?
সে বলবে না, আমি কখনো সুখ ভোগ

করিনি। (মুসলিম- আনাস (রা.)।

৬। জাহান্নামের সবচেয়ে কম ও সহজতর
শাস্তি প্রাপ্ত ব্যক্তি পৃথিবী পরিমাণ
সম্পদ থাকলেও তার বিনিময়ে এ আযাব
থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতো।

( বুখারী, মুসলিম- আনাস (রা.)।

৭। জাহান্নামীদের মধ্যে
জাহান্নামের আগুন কারো টাখনু,
কারো হাটু, কারো কোমর, কারো
গর্দান পর্যন্ত পৌঁছাবে। ( বুখারী,

মুসলিম- সামুরা বিন জুনদুব (রা.)।

৮। জাহান্নামের মধ্যে কাফেরের এক
একটি দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান,
তার গায়ের চামড়া হবে ৩ দিনের
সফরের পরিমাণ পুরু। (বুখারী, মুসলিম- আবু
হুরায়রা (রা.)।


হে আল্লাহ ! আপনি দয়া করে আমাদিগকে
জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে
বাঁচান।
আমীন


✍ Abu Hanif Biplab

- Advertisement -

Related Articles

Leave a Comment:

Stay Connected

22,025FansLike
3,912FollowersFollow
18,600SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page