- Advertisement -
প্রথম বার ওয়েব সিরিজ নির্মাণ করেছেন সিনেপর্দায় খ্যাতি পাওয়া পরিচালক ইফতেখার চৌধুরী। তাঁর সেই ড্রাইভার খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম নাম ‘ড্রাইভার’; ২৫ মিনিট করে ৩ পর্বে ৭৫ মিনিটে।
মাহিয়া মাহি সঙ্গে আছে জনপ্রিয় চিত্রনায়িকা। আমান রেজা ও আরেফিন জিলানী আরও দুটি চরিত্রে অভিনয় করেন। চলতি মাসে মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্ম বায়স্কোপে কোয়াইট অন সেট প্রোডাকশন্স’ হাউজের ব্যানারে নির্মিত ওয়েব সিরিজটি।
জানিয়েছেন বিশ্বের বিভিন্ন ওটিটি প্লাটফর্মের সাথে ‘ড্রাইভার’ কাজটির তুলনা করতে পারবেন দর্শক রিভেঞ্জ থ্রিলার ধাঁচের গল্পের এই সিরিজ প্রসঙ্গে নির্মাতা ইফিতেখার চৌধুরী।
বিদেশি কনটেন্টগুলো অনেক রিচ পরিচালকের ভাষ্যে সেটা এমন। ক্যারিয়ার শুরু করেছিলাম নাটক টেলিফিল্মের মাধ্যমে সেভাবেই কাজটি করেছি। ওয়েবের জন্য প্রথম কাজ করলাম ১০ বছর সিনেমা বানিয়ে এবার। এই সিরিজটি সিনেম্যাটিক আয়োজনে বানিয়েছি যেহেতু মানুষ টাকা দিয়ে কাজটি দেখবে তাই।
নাটক-সিনেমা এক করে ড্রাইভার সিরিজ বানিয়েছি ইফিতেখার চৌধুরী আরও জানিয়েছেন। একসাথে কাস্টিং করেছি এজন্য দুই মাধ্যমের দুই সেরা অভিনেতা-অভিনেত্রীকে। নাটকই মনে হয় শুধু নাটকের মানুষ দিয়ে ওটিটিতে কাজ করলে।
- Advertisement -
- Advertisement -
এভাবে সামঞ্জস্যপূর্ণ শিল্পী নিয়ে মানসম্মত কাজ করা উচিত আমি যেহেতু প্রচুর বিদেশি কনটেন্ট দেখি, আমার মনে হয় ওয়েব সিরিজ বানালে।
- Advertisement -