- Advertisement -
নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন বলিউড তারকা জন আব্রাহাম সিনেমা প্রতি। বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি টাকার বেশি পারিশ্রমিক হাঁকিয়েছেন ২১ কোটি রুপি ক ভিলেন রিটার্নস’ সিনেমার জন্য এই অভিনেতা।
সাত কোটি রুপি থেকে বেড়ে ২১ কোটি রুপি হয়েছে গত তিন বছরে জন আব্রাহামের পারিশ্রমিক বলিউড হাঙ্গামা এক সূত্রের বরাতে জানিয়ে বলিউডের প্রভাবশালী সংবাদমাধ্যম। পারিশ্রমিক বৃদ্ধি হয়েছে এই তারকার করোনা মহামারি সত্ত্বেও তিন বছরে তিন গুণ।
জন আব্রাহাম পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি রুপি আলোচিত সিনেমা মুক্তির পর শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় ‘পরমাণু’, ‘সত্যমেভ জয়তে’ ও ‘বাটলা হাউস’-এর।
- Advertisement -
- Advertisement -
প্রস্তুতি নিচ্ছে ‘এক ভিলেন রিটার্নস ২০২২ সালের ঈদে মুক্তির জন্য। অর্জুন কাপুর ও দিশা পাটানি অভিনয় করেছেন মোহিত সুরি পরিচালিত সিনেমাতে জনের সঙ্গে। একটি কমেডি সিনেমার শুট শুরু করবেন লন্ডনে রিচালক সাজিদ খানের জন বর্তমানে ‘পাঠান’ সিনেমার শুটে ব্যস্ত এবং তার পর।
- Advertisement -