- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
শহর থেকে অনেক দূরে
ছোট মোদের ঘর,
সুখ শান্তি ভরা মোদের
লোকালয়ের ভর।
বাড়ির পিছে নদীর ঢেউ
তাহার পাশে বন,
কুহু কুউহু কোকিল ডাকে
যায় জুড়িয়ে মন!
নরম ঘাসে রাস্তা বাধা
পায়ের সাথে লাগে,
শিরশিরিয়ে যায় শরীর
লোম সবটি জাগে।
বট গাছের ঠিক নিচেতে
ছোট টুনির বাসা,
বিকাল বেলা জমিয়ে সব
খেলবো বসে পাশা!
অল্প সুখে হাসি অধিক
কম কষ্ট তাই,
মনের সুখ দেহের বল
একতা বড় ভাই!
Written by Abu Hanif Biplab
- Advertisement -