জীবনে যতোগুলা ছাতা হারাইছি এতগুলা ছাতা কারখানায় তৈরি হইছে নাকি এই বিষয়ে সন্দেহ আছে।
যদি ছাতা তৈরিই না হয় তাইলে আমি হারাইলাম কেমনে?আমি যেহেতু ছাতার কারিগর না সুতরাং আমি ছাতা কিনেই হারাইছি।যেহেতু কিনে হারাইছি সেহেতু ছাতাগুলা কোন না কোন কারখানায় তৈরি হইছে। তারমানে আমি প্রথম লাইনে যেই কথাটা কইলাম এইটা একরা চাপামার্কা কথা। চাপার মধ্যেও কিছু না কিছু সত্যি কথা থাকে, এখানেও আছে।আমি সত্যিই জীবনে অনেক ছাতা হারাইছি।
ছাতা নিয়া এতো কথা বলার কারণ বাইরে বৃষ্টি হইতেছে, ফেব্রুয়ারীতে সাধারণত বৃষ্টি হয় না কিন্তু আবহাওয়া অনেক বদলাইছে, এখন ফেব্রুয়ারী মাসেও বৃষ্টি হয়।
টুপটাপ বৃষ্টি। নিব্বা নিব্বিরা নাকেমুখ লেপ দিয়া ঢাইকা মধুর কথোপকথনের বৃষ্টি ঝরায়… আর আমার মতো সিঙ্গেলরা মোবাইল ডাটা অন- অফের খেলা খেলে।
তারা ডাটা অন করে আর অফ করে। অনলাইন ভাল্লাগেনা, অফলাইন ভাল্লাগেনা এই এক্টা জবরজং অবস্থা আরকি।আমার ঐ অবস্থা আরকি অনলাইন, অফলাইন কোনটাই ভাল্লাগতেছিল না এজন্যই একটা ছাতা মিস করতেছিলাম…
একটা ছাতা থাকলে ফেব্রুয়ারীর এই দুর্লব বৃষ্টিতে একটু ভিইজা আসা যাইতো। কিন্তু জীবনে আমি একটা ছাতাও টিকাইতে পারি নাই, একটা ছাতাই ঠিকঠাক রাখতে পারিনা, আর বয়ফ্রেন্ড ঠিকঠাক রাখবো কেমনে…
এজন্য জীবনে এক্টা প্রেমও হইলো না। এই কথা ভাইবাই আমার কষ্টে কান্না চলে আসলো, এতো কষ্ট দিয়া কি করবো?
ভাবলাম কষ্টগুলারে ফেব্রুয়ারীর বৃষ্টিতে ঝরাইয়া দিই…
তাই কষ্টগুলারে বালিশের নিচে চাপা দিয়া, ছাতা ছাড়াই বৃষ্টিতে নেমে গেলাম……….🥴
Excellent post!
Nice post
Wow
Excellent
Enjoy
Remember