- Advertisement -

- Advertisement -
- Advertisement -
অহে পথিক যাচ্ছো কোথা?
মাথায় বড় লট,
হাঁটছো নাকি পালিয়ে যাবে
কিসের ছট ফট!
- Advertisement -
বাঁচবো কেবে গরীব মোরা
রুজির পথ নেই!
যাহার কাছে হাতটি পাতি
করে সে ছেই ছেই!
অভাব ছায়া মোদের সাথি
ছাড়তে নাহি চায়,
চাল আনতে ফুরায় ডাল
এভাবে চলে ভাই!
রাখো পথিক কাজের ভার
আমি রাজার ছেলে!
কাজের ফলে মোহর পাবে
আটা যাতায় বেলে।
কাল প্রভাতে এসো মহল
রাজার দেখা পাবে,
কুশল শেষে নামটা বলো
চাকরি পেয়ে যাবে!
অচল এক গরীব আমি
যোগ্য রাজা তুমি!
ধন্য মোরা দিয়েছো দেখা
জানলো মোর ভূমি!
Writen by
Abu Hanif Biplab
- Advertisement -