- Advertisement -
শুরু হচ্ছে ১৫তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসর আগামী এপ্রিলে নতুন দুই দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও আহমেদাবাদ লায়ন্সকে নিয়ে। দু-একের মধ্যে করোনা আক্রান্ত হলেন গৌতম গম্ভীর এদিকে লক্ষ্ণৌর পরামর্শক পদে নিয়োগ পাওয়ার দিন।
জানিয়েছেন সাবেক ভারতীয় এই ব্যাটার সম্প্রতি এক টুইটে নিজের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি। ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ১৫তম আসরটির মেগা নিলাম আইপিএল আগামী ২ এপ্রিল মাঠে গড়ালে তার আগে। দলের সঙ্গে না থাকেন তাহলে ব্যালেন্স টিম গঠন করা কঠিন হয়ে পড়বে এদিকে নতুন একটি দলের পরামর্শক যদি এমন গুরুত্বপূর্ণ সময়ে। মৃদু উপসর্গ ছিলআগে থেকেই।
পরীক্ষার পর আজ কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে আমার এর আগে নিজের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়ে টুইটে বুধবার (২৬ জানুয়ারি) গম্ভীর লিখেন। অনুরোধ দয়া করে নিজেদের টেস্ট করিয়ে নিন আমার কাছাকাছি যারা এসেছেন তাদের প্রত্যেকের কাছে। করোনা টেস্ট করার পরামর্শ দেন তিনি তার সংস্পর্শে আসা বাকিদেরও সাবধান করে।
- Advertisement -
- Advertisement -
পরীক্ষার পর আজ কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে আমার এর আগে নিজের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়ে টুইটে বুধবার (২৬ জানুয়ারি) গম্ভীর লিখেন। অনুরোধ দয়া করে নিজেদের টেস্ট করিয়ে নিন আমার কাছাকাছি যারা এসেছেন তাদের প্রত্যেকের কাছে। করোনা টেস্ট করার পরামর্শ দেন তিনি তার সংস্পর্শে আসা বাকিদেরও সাবধান করে।
- Advertisement -