19 C
Dhaka
Tuesday, January 18, 2022

খোকন খোকন ডাক পারি !!

- Advertisement -

খোকন খোকন ডাক পারি
খোকন মোদের কার বাড়ী ?


আয়রে খোকন ঘরে আয়
দুধ মাখা ভাত কাকে খায়।

- Advertisement -


বাচ্চাকে খাবার খাইয়ে দিতে হবে না। ক্ষুধা লাগলে বাচ্চা নিজেরাই খাওয়া শিখে যাবে।

প্রাশ্চাত্যে এভাবেই বলা হয়। ভুল না। ওদের বাচ্চারা যেই বয়স থেকে নিজ হাতে গুছিয়ে খাওয়া শিখে আমাদের বাচ্চাদের সেই তুলনায় একটু দেরী হয় বৈকি। কিন্তু এক সময় তারাও তা শিখে যায়।


এই যে ভাত মাখিয়ে খোকন/

খুকীকে খাইয়ে দেয়া….

এই পরিতৃপ্তি মায়ের । ভালো মন্দ জানি না। বাঙ্গালী মায়েরা যুগ যুগ ধরে এমনই। তার হাতে সন্তান দু লোকমা বেশি খাবে এই অজুহাতে মাখা ভাতে ছন্দে বাঁধা পড়ে গল্প গুলো।


সাত সাগর পার হয়ে হিমসাগর আম গুলো যখন এই বিদেশ বিঁভূয়ে আসে এক বাঙ্গালী মা সেইগুলো চড়াদামে কিনে আনে তার খোকন আর খুকীকে তার শেকড়ের , তার জন্মভূমির রূপ , রস , গন্ধ চেনাতে। থাকুক না “নট সো পারফেক্ট” বাঙ্গালী মা গুলো এমনই !

Related Articles

Leave a Comment:

Stay Connected

100FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles