খাওয়ার সময়ও পরা যাবে যে মাস্ক😷
এবার সব মাস্ককে পেছনে ফেলে নজর কেড়েছে দক্ষিণ কোরিয়ার একটি মাস্ক। আশ্চর্য এই মাস্কের নাম ‘কোস্ক’। এ মাস্কে নাক-মুখ একসঙ্গে ঢাকা থাকে না। ঢাকা থাকে কেবল নাকটুকুই। এটি অনেক জনপ্রিয়। দক্ষিণ কোরিয়ার এ আজব মাস্ক নিয়ে আবার সমালোচনাও আছে।
কী এই ‘কোস্ক’?
দক্ষিণ কোরিয়ার সংস্থা অ্যাটম্যান তৈরি করেছে এ মাস্ক। কোরিয়ার ভাষায় ‘কো’ মানে নাক। ‘কো’ আর ‘মাস্ক’ মিলে হয়েছে ‘কোস্ক’।
জনপ্রিয়তার কারণ কী?
অভিনব মাস্কটি কেবল নাকটুকুই ঢেকে রাখে। অন্য মাস্ক পরা অবস্থায় খাওয়াদাওয়া করা যায় না। এ মাস্ক পরে থাকলে দিব্যি খাওয়াদাওয়া করা যাবে। নাকের অংশটি ঢাকা থাকলেও মুখ খোলা থাকে।
তবে এর ভেতরে একটি অংশ রয়েছে, যেটি ভাঁজ করে রাখা থাকে। দরকার হলে সেটি খুলে নিয়ে মুখও ঢেকে রাখা যায়। মাস্কটি খুব জনপ্রিয় হয়েছে দক্ষিণ কোরিয়ায়। বিক্রিবাট্টাও ভালো।
অন্য মাস্ক পরে থাকলে খাওয়ার সময় সেটি খুলে রাখতে হয়। এ মাস্কে সেই অসুবিধা নেই।
Excellent news
Good post
Wow
Really