প্রশ্নঃ কোন মুসলিম কী জাতীয়তাবাদে বিশ্বাসী হতে পারো??জাতীয়তাবাদ কী?😕
উত্তরঃ ❑ইসলামের দৃষ্টিতে জাতীয়তাবাদ:
জাতীয়তাবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক, শরিয়া বিরোধী ও সম্পূর্ণ হারাম মতবাদ। কেননা, মহান আল্লাহ মানবজাতির জন্য একমাত্র জীবনাদর্শ হিসেবে ইসলাম দান করেছেন। এটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত জীবন ব্যবস্থা। কারণ তা সরাসরি মহান সৃষ্টকর্তা আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত।
সুতরাং ইসলাম ছাড়া যত মতবাদ, মতাদর্শ, আইডোলজি এবং থিয়োলজির আবির্ভাব হবে সবই বাতিল, অগ্রহণযোগ্য ও জাহেলিয়াত হিসেবে প্রত্যাখ্যাত হবে। যেমন: ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, কম্যুনিজম বা সমাজতন্ত্র ইত্যাদি। কোন মুসলিমের জন্য এ সকল মতবাদে বিশ্বাস রাখা জায়েজ নাই। আল্লাহ তাআলা বলেন,
وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
“যে লোক ইসলাম ছাড়া অন্য কিছু (ধর্ম/মতাদর্শ) অনুসন্ধান করে, কস্মিনকালেও তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে ক্ষতি গ্রস্ত।” (সূরা আলে ইমরান: ৮৫)
১ম ধাপ শেষে…
পর্যায়ক্রমে ইসলাম ও জাতীয়তাবাদের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো আলোচনা হবে ইনশাআল্লাহ্….