কোডেক্স গিগাস বা বড় বই । শয়তানের বাইবেল নামেও পরিচিত।
বহু দিন আগের কথা। এক খ্রিস্টান পাদ্রিকে মৃত্যু দন্ড দেওয়া হয় সন্ন্যাসের ব্রত ভাঙার দায়ে। কিন্তু সে মৃত্যু দণ্ড মাওকুফ করার জন্য রাজার কাছে অনুরোধ করে এবং বদলে সে এমন এক বই লিখে দেওয়ার ওয়াদা করে যেখানে জগতের সকল জ্ঞান লিপিবদ্ধ থাকবে। কিন্তু শর্ত হলো তাকে এক রাতের মাঝে বইটি লিখে শেষ করতে হবে।
মাঝ রাতেই সে বুঝতে পারে সে বইটি লিখে শেষ করতে পারবে না। তাই সে প্রার্থনায় মগ্ন হয়। কিন্তু সেই প্রার্থনা সে স্রস্টার কাছে করে না। সে প্রার্থনা করে শয়তানদের রাজপুত্র লুসিফারের কাছে। সে লুসিফারের কাছে অনুরোধ করে বইটি লিখে দেবার জন্য। বদলে সে তার আত্মা লুসিফারকে দিয়ে দেবে। লুসিফার বাইবেল ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এবং আরও কিছু মধ্য যুগীয় বিখ্যাত লেখকদের বই কে একত্র করে একটি বই লিখে এবং পাদ্রি শয়তানের প্রতি কৃতজ্ঞতা সরূপ বইয়ের মাঝে শয়তানের একটা ছবি এঁকে দেয়।
বইয়ের একদম মাঝের পৃষ্ঠায় শয়তানের বিশাল চিত্র (ছবি গুলো উইকিপিডিয়া থেকে নেওয়া )
পাদ্রি বইটি সকাল হবার আগে রাজাকে লিখে দিতে সার্থক হয়। কিন্তু কারাগার থেকে বের হবার সাথে সাথেই সে শুনতে পারে শয়তানের বীভৎস হাসি। শয়তান আসে তার আত্মাকে জব্দ করতে।
এই হলো গা ছিম ছিম করা ছবিটির পেছনের ভয়ঙ্কর রুপকথা। বিশেষজ্ঞ দের মতে শুধুমাত্র বইটির ক্যালিগ্রাফি গুলো নিয়ে বইটি কপি করতে হলে ২০ বছর ধরে একটানা লিখে যেতে হবে। আর সেই কাজ শয়তান করেছিল এক রাতে!