- Advertisement -
মুক্তি পেয়েছে হলিউডের কিংসম্যান সিরিজের নতুন সিনেমা ‘দ্য কিংস ম্যান’ বছরের প্রথম শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে।
মৃধা বনাম মৃধা’, ‘মিশন এক্সট্রিম’ চলছে দেশের বেশকিছু সিনেমা হলে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’ স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম রাত জাগা ফুল।
আগের সিনেমার তারকাদের দেখা যাবে না নতুন এই সিনেমায় হিসেবে যথারীতি ম্যাথিউ ভন থাকলেও ‘দ্য কিংস ম্যান’ সিনেমায় পরিচালক। চার্লস ড্যান্ডস টম হল্যান্ডার, হ্যারিস ডিকিনসন জেমা আর্টারটন, ম্যাথিউ গুডি রাফ ফ্লেনেস যেখানে অভিনয় করেছেন।
- Advertisement -
- Advertisement -
করোনা মহামারীর কারণে সেটা হয়নি সিনেমাটি ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা ছিলো। ২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে এবং ২৬ ডিসেম্বর যুক্তরাজ্যে সিনেমাটি মুক্তি পায় কয়েক দফা মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে গেল। ৩১ ডিসেম্বর ভারতে মুক্তি পেয়েছে।
- Advertisement -