9.6 C
New York
Saturday, December 9, 2023

কারিশমা : মধুচন্দ্রিমার রাতেই স্বামী আমাকে বেচে দিতে চেয়েছিল

- Advertisement -

কারিশমা কাপুর নব্বইয়ের দশকের অন্যতম সুপারহিট নায়িকা। এমনিতেই কাপুর পরিবার নিয়ে বি টাউনের দর্শকদের আগ্রহের শেষ নেই সম্প্রতি মুম্বাই সংবাদমাধ্যমে মন খুলে কথা বললেন এ অভিনেত্রী। প্রত্যেকের ছোট ছোট পদক্ষেপের কথা শোনার জন্য মুখিয়ে থাকেন তাদের অনুরাগীরা রণবীর কাপুর থেকে কারিনা কাপুর।

কেন তিনি ১৩ বছরের দাম্পত্যের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন এবার কারিশমা তার বিয়ে আর বিচ্ছেদ নিয়ে কথা বলতে গিয়ে সাফ জানালেন।


শ্বশুর বাড়ির লোকজন তার ওপর মানসিক অত্যাচার করতে শুরু করেন কারিশমা জানান, বিয়ের পরদিন থেকেই তার স্বামী সঞ্জয় কাপুর। মধুচন্দ্রিমার রাতে তার স্বামী তার বন্ধুর শয্যা সঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন কারিশমা বলেন। স্বামী শুধু এ ভয়ঙ্কর প্রস্তাব দিয়েই থেমে যাননি কারিশমা জানতে পারেন। কারিশমা এ প্রস্তাবে রাজি না থাকায় সঞ্জয় তার ওপর শারীরিক অত্যাচার আরম্ভ করেন তিনি ওই বন্ধুর কাছে কারিশমা মূল্য নির্ধারণ পর্যন্ত করেছেন।


বিয়ের পর সঞ্জয় তার আগের স্ত্রীর সঙ্গে শুধু যে সম্পর্ক বজায় রেখেছিলেন তাই নয় কারিশমা আরও জানান। এ সম্পর্কের বিরুদ্ধে বলতে গেলেও কারিশমা সঞ্জয় নানাভাবে অত্যাচার করতেন তাদের মধ্যে নিয়মিত শারীরিক সম্পর্ক ছিল।


মুম্বাই চলে আসার সিদ্ধান্ত নেন এবং বিচ্ছেদের ঘোষণা দেন ২০০২ সালে অবশেষে সন্তানদের কথা ভেবে কারিশমা দিল্লি থেকে। সঞ্জয় একেবারেই নিম্ন শ্রেণির মানুষ ছিলেন মুম্বইয়ের আর স্বামীর বিষয় বলতে গিয়ে তার বাবা রণধীর কাপুর বলেছিলেন এক সংবাদমাধ্যমকে কারিশমার ।

- Advertisement -
- Advertisement -


কোনো গুণ ছিল না হিংস্রতা ছাড়া ওর মধ্যে।

- Advertisement -

Related Articles

Leave a Comment:

Stay Connected

22,025FansLike
3,912FollowersFollow
18,600SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page