- Advertisement -
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ন্যান্সি, রোদেলার পর এবার স্বামী মহসীন মেহেদী নিয়ে জুটি বেঁধেছে। শিরোনামে জুটি বেঁধেছেন তারা ভালোবাসা দিবসে ‘এই পথ চাওয়া। সঙ্গীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ মহসীন মেহেদীর কথা ও সুরে গানটির। জানিয়েছেন মহসীন মেহেদী চলতি মাসেই গানটি প্রকাশিত হবে বলে
হাবিব ওয়াহিদ এবং আমার স্ত্রীর অসংখ্য ভালোবাসার গান রয়েছে এ বিষয়ে মহসীন মেহেদী বলেন। প্রচারবিমুখ বলেই হয়ত হাবিব ভাইয়ের সঙ্গে আমার একটিও গান নেই চলে তার সবকটিই জনপ্রিয়। অনেকের জন্য গান লেখা হলেও। হাবিব ভাই গানের লাইন শুনে বেশ প্রশংসাও করেছিলেন একজন অনুরাগী হিসেবে কাকতালীয়ভাবে এ গানটি আমি লিখেছিলাম দু বছর আগে। সুরে গানটির সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ নিজেই এতদিন পর ভালোবাসার আমেজকে কেন্দ্র করে আমার কথা।
অডিও আকারে এ মাসের মাঝামাঝিতে গানটি প্রকাশিত হবে গানটির নামকরণ নিজেই করেছেন তুলে ধরে তিনি বলেন। এই ভালোবাসা দিবসে নতুন সংগীতায়োজনে ভালোবাসার বন্যায় ভেসে যাবার অপেক্ষায় আমি, আমার মা, স্ত্রী, সন্তান, ভাই-বোন আমাদের মত সমগ্র জাতিই।
- Advertisement -
- Advertisement -
হাবিবের সঙ্গে আমার অসংখ্য গান রয়েছে মা-মেয়ের পর হাবিবের সঙ্গে স্বামীর গান নিয়ে কণ্ঠশিল্পী ন্যান্সি বলেন। হাবিব ওয়াহিদের আশীর্বাদপ্রাপ্ত আমার বড় মেয়েও।
- Advertisement -