‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত হয়ে গেল জুরিখে সোমবার (১৭ জানুয়ারি) রাতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার সুইজারল্যান্ডের। হয়েছে সবকিছু অনলাইনের মাধ্যমে।
ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশ সকল পুরস্কার বিতরণের পর ঘোষণা করা হয়। পিএসজির ফরাসি তারকা এমবাপ্পের যেখানে ঠাঁই হয়নি।
ইতালির ইউরো জয়ের নায়ক জানলুইজি দোন্নারুম্মাকে ২০২১ সালের ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশে গোলপোস্টে রাখা হয়েছে। তবে সেরা একাদশে জায়গা হয়নি তার এদুয়াঁ মেন্ডি জিতেছেন ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা। জর্জিনিয়ো আছেন একাদশে মেন্ডির চেলসি সতীর্থ এনগোলো কন্তে।
ডিফেন্ডার রুবেন ডিয়াজ ও কেভিন ডে ব্রুইনেও আছেন সেরা একাদশে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জেতা। ফুটবলার আধিপত্য করছেন ফিফপ্রো একাদশে মিলিয়ে প্রিমিয়ার লিগের পাঁচজন।
এক খেলোয়াড় এবং জার্মান লিগের দুই খেলোয়াড়কে একাদশে রাখা হয়েছে ইতালিয়ান লিগের।
- Advertisement -
- Advertisement -