- Advertisement -
দুজনই খেলেন ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে মোহামেদ সালাহ ও সাদিও মানে। আবার আক্রমণভাগে উভয়ের খেলার পজিশনও। আফ্রিকা নেশন্স কাপের ফাইনালে মানের সেনেগালের মুখোমুখি হতে যাচ্ছে সালাহর মিসর দুই ক্লাব সতীর্থ এবার একে অপরের প্রতিপক্ষ।
অনুষ্ঠিত হবে আগামী রোববার রাত ১টায় দু’দলের শিরোপা নির্ধারণী ম্যাচটি।
আগে পা রেখেছিল মানের সেনেগাল নেশন্স কাপের ফাইনালে। বুরকিনা ফাসোকে ফাইনালে তারা হারায়। গোল করিয়ে অবদান রাখেন সাদিও মানে ৩-১ গোলের জয়ে সে ম্যাচে গোল করার পাশাপাশি। ফাইনালে উঠেছে সালাহর মিসরও শুক্রবার (৪ ফেব্রুয়ারি)। ৩-১ গোলে হারিয়েছে তারা সেমিফাইনালে ক্যামেরুনকে টাইব্রেকারে।
লক্ষ্যে শট নেওয়ার দিক দিয়ে এগিয়ে থাকলেও গোল করতে ব্যর্থ হয় তারা প্রথমার্ধে ক্যামেরুন বল দখল। কিছু সেভ করে দলকে বাঁচিয়ে রাখেন এ ক্ষেত্রে মিসরের গোলরক্ষক গাবাস্কি অসাধারণ।
দলকে আগলে রাখেন সেই গাবাস্কি প্রথমার্ধের খেলা ধরে খেলে দ্বিতীয়ার্ধেও। ব্যর্থ হয় ক্যামেরুন যার ফলে গোল করতে। অতিরিক্ত সময়ে ফলে ম্যাচ গড়ায়। কোনো লাভ হয়নি তবে তাতেও। কোনো দল জালের দেখা পায়নি অতিরিক্ত ৩০ মিনিটেও।
- Advertisement -
- Advertisement -
দারুণ এক গোলের সুযোগ পেয়েছিল মিসর যদিও খেলার একেবারে শেষে এসে। ব্যর্থ হয় সালাহ-এলনেনিরা তবে তা থেকে গোল করতে।
- Advertisement -