- Advertisement -
নোরা ফাতেহি ভারতের জনপ্রিয় বেলি ডান্সার। ইনস্টা অ্যাকাউন্ট আচমকাই উধাও হয়ে যায় আন্তর্জাতিক ক্রাশের তকমা পাওয়া এই নৃত্যশিল্পীর। সেই সঙ্গে কোটি ফলোয়ারের চিহ্ন মাত্র ছিল না কোনো পোস্ট।
নোরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন নেট পাড়ার চর্চিত খবর ছিল তবে কী? জাগছিল প্রশ্ন ক্রমশই ফ্যানেদের মনে। ডিঅ্যাক্টিভ করে দিয়েছেন শোনা যাচ্ছিল নোরা নাকি ইনস্টা অ্যাকাইন্ট। কিন্তু কেন এ খবর শোনে অনেকে প্রশ তুলেন। প্রকাশ্যে এল সত্যি রাত বাড়তেই।
ডিলিউট করেননি নোরা তার অ্যাকাউন্ট। আচমকাই নোরার আইডি হ্যাকড হয়ে যায় ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়। দেখা যাচ্ছিল না কোনো পোস্ট আর এই কারণেই। নোরা আবারও ফিরে পেয়েছেন তার অ্যাকাউন্ট নস্টাগ্রাম বিভাগে অভিযোগ করার পরেই। ৩৭.৬ মিলিয়র অনুরাগীর সংখ্যাও জ্বলজ্বল করছেন তার।
নোরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডে দিয়ে তাতে লিখেন, ‘দুঃখিত বন্ধুরা শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রতে আইডি পেয়েই। সকাল থেকে কেউ আমার অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করছে আমার ইনস্টাগ্রামে একটি হ্যাক করার চেষ্টা করা হয়েছিল।
আমার অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছে আমাকে ইনস্টাগ্রাম সহযোগিতা করে। ইনস্টাগ্রাম টিমকে ধন্যবাদ এ জন্য।
- Advertisement -
- Advertisement -
নেহাতই পাবলিসিটি স্টান্ট মিউজিক ভিডিওর প্রমোশনে। এই মুহূর্তে তিনি ঘোর সিঙ্গেল অভিনেত্রীর মতে।
- Advertisement -