- Advertisement -
- Advertisement -
- Advertisement -
উদাসীনতা
|
রাতের যবনিকা পাঠ করছে কুহক পাখি,
মেঘ ঢেকে যাওয়া আঁধারে নিজেকে খোঁজে পেয়েছে জোনাকিপোকা
তারার পৃথিবী
ল্যাম্পপোস্ট জ্বলছে
সাপের ফিসফাস শব্দ শুনে ঘুম নেই ব্যাঙের চোখে..
নিজের শিশু গিলে খেয়েছে বেলে মাছ
পৃথিবী-
ক্ষু
ধা
র্ত
চিলের চোখের মতো…
তবুও স্বপ্নবাজ শুঁয়োপোকা
চোখে রামধনু চশমা
প্রজাপতি ডানা মেলবেই…..
জানুয়ারির শীতে কাঁপছে জোড়া টুনটুনি
শিশিরের বৃষ্টিতে ভিজে গেছে তাদের বৃক্ষ পাতার ছাউনি,
তেলাপোকা জীবন
ডুবে যাচ্ছে অবহেলায় ঠান্ডা হয়ে যাওয়া কিশোরীর দুধের গ্লাসে;
রাত বিসর্জন দিচ্ছে আঁধার অথবা তরল কাঁচ,
চোখের শীতলতায় কাঁপছে কেউ
পৃথিবীর কোণে বিল্পবী হয়ে উঠছে কোন ভিতু অপ্রেমিক-
সমুদ্রের গায়ে জ্বর
অবহেলায় পুড়ছে ঢেউ…
- Advertisement -
তবুও
বারোয়ারি দুপুর ফিরে আসে যুবতী রাতের কোলে…
- Advertisement -