পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিনের অপসারণ দাবি করেছেন বরেণ্য অভিনেতা আলমগীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা।
আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও চলচ্চিত্র প্রযোজক সমিতিসহ চলচ্চিত্রের ১৭ সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের দিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রবেশে নিষেধাজ্ঞা জারিকে কেন্দ্র করে।
১৭টি সংগঠনের কাউকে এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি ভোটের দিন সাংবাদিক ও শিল্পী ছাড়া চলচ্চিত্রের। নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ও এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন চলচ্চিত্রকর্মীদের দাবি, এমনটি করেছেন।
আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এ নিয়ে কিংবদন্তি অভিনেতা আলমগীর। সাক্ষাৎ করে তাঁদের মুখপাত্র হিসেবে বক্তব্য দেন আলমগীর ১৭ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে।
‘আমি চলচ্চিত্রের মানুষ এফডিসির এমডির অপসারণের দাবি জানিয়ে তিনি বলেন। এফডিসির এমডি হওয়ার যোগ্যতা আমার নেই তবে আমি মনে করি। আরও ৫-৭ বছর আগেই পারতাম এই পদে আসতে চাইলে।
- Advertisement -
- Advertisement -