ম্যাচ ডে!⚽🔥 ম্যাচ ডে!⚽🔥 ম্যাচ ডে!⚽🔥
-⛳আর্জেন্টিনা🆚চিলি।
-🏆কাতার বিশ্বকাপ বাছাই পর্ব।
-⚽রাউন্ড ১৫তম।
-🕡সময়ঃ বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার ভোর ৬টা ১৫ মিনিটে।
-🗓তারিখঃ ২৮/০১/২০২২ইং
-📺সরাসরিঃবেন স্পোর্টস
-📲অ্যাপ্সঃ Yacine Tv.
🏟ভেন্যুঃEstadio Zorros del Desierto.
-দুই দলের সর্বশেষ পাঁচ বারের দেখায় আর্জেন্টিনা চিলির বিপক্ষে ২টি ম্যাচ জিতেছে এবং ৩টি ম্যাচ ড্র করেছে🤗🌺
-পয়েন্ট টেবিলঃ…
-আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ে ৫ম স্থানে অবস্থান করছে।আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ১৩টি ম্যাচ খেলছে এবং ১৩টি ম্যাচে ৮টি জয় ও ৫টি ম্যাচ ড্র করেছে সেই সাথে টোটাল ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে অবস্থান করছে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা🤟🔥
-চিলি ফিফা র্যাঙ্কিংয়ে ২৪তম স্থানে অবস্থান করছে।চিলি কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ১৪টি ম্যাচ খেলছে এবং ১৪টি ম্যাচে ৪টি জয় এবং ৪টি ড্র এবং ৬টি হার নিয়ে টোটাল ১৬পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে😊
-বর্তমান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির অধীনে টানা ২৭ ম্যাচে অপরাজিত আকাশী নীল জার্সিধারীরা এবং আশাবাদী জয়ের ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ❣️
-উল্লেখ্য যে,আর্জেন্টিনা ইতিমধ্যে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ফেলেছে সেজন্য অধিনায়ক লিওনেল মেসি কে বিশ্রাম দেয়া হয়েছে।🙂🖤