আমার কাছে হাজার ডেফিনেশন নেই কেনো আমি আর্জেন্টিনা কে ভালোবাসি।
আমার কাছে নেই লিজেন্ডারি সব ম্যাচের সাক্ষী থাকার সৌভাগ্য।
আমার কাছে নেই অনেক অনেক ট্রফি দেখার দিন।
তবুও আমি এই ফুটবলীয় দেশটার মিটাতে পারবো না ঋণ।
আমি দেখেছি অনেক হতাশা, ফেলেছি চোখের জল।
আমি জিতে যেতে যেতে হেরেছি অজস্র ফাইনাল মেলেনি ফলাফল।
আমার হিরো মেসি আর্জেন্টিনার অন্যতম ট্রফি।
আমার মা এর ম্যারাডোনা অন্যতম ভালোবাসা।
আমার নেক্সট জেনারেশন কে এই দেশের ফুটবল প্রেমী করা আমার ভালোলাগা।
আমার আবেগ আমার পরিবার, আমার ভালোলাগা আমার স্ট্রাগল করতে থাকা এই আর্জেন্টিনা।
আমি কিভাবে আর্জেন্টিনাকে ভালোবেসেছিলাম তার উত্তর অনেক অনেক অনেক বড়।
তবে আমি সৌভাগ্য আমি আর্জেন্টিনার এমন এমন মুহূর্তে নিজেকে বড় করেছি যেটা আর কোনো জেনারেশন পাবে না।
এই আর্জেন্টিনা আমাকে লড়াই শিখিয়েছে।
এই আর্জেন্টিনা ফুটবলে জন্ম দেওয়া এক একটা হারকিউলিস আমায় বুঝিয়েছে প্রতিবাদ করার মানে।
এই আর্জেন্টিনা এক একটা অন্যায় বিপক্ষে চোখে চোখ রেখে কৈফিয়ত চাইতে শিখিয়েছে।
এই আর্জেন্টিনা আমায় কাদিয়েছে। আবার এই আর্জেন্টিনায় আমায় হাসিয়েছে।
শুভ জন্মদিন Argentina football association.
আকাশী নীলের সাথে ছিলাম, আছি, থাকবো!
এই আর্জেন্টিনায় হইতো ২০২২ এর সেরা মুহুর্ত টা ফিরিয়ে দেবে। আমি ভালোবাসি আর্জেন্টিনা।