- Advertisement -
নূর’ সিনেমার প্রথম পোস্টার অবমুক্ত করা হয়েছে। প্রধান চরিত্র আরিফিন শুভ তাতেই বাজিমাত করেছেন সিনেমাটির। প্রথম পোস্টার অবমুক্ত করা হয় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সিনেমাটির।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে নূর সিনেমার প্রথম পোস্টারটি। সিনেপ্রেমীদের মাঝে কৌতূহল জাগিয়েছে। ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রয়েছে শুভ প্রায় ন্যাড়া মাথায় ময়লা পোশাকে একটি তরুণীর ছবি হাতে নিয়ে ,পোস্টারটিতে দেখা যায়। অসহায় দৃষ্টি শুভর চোখে চোখ বড় বড় করে। এভাবে চেয়ে আছেন কেন ছবির তরুণীটি কে?
সেই প্রশ্নে মুখ সুই দিয়ে সেলাই করা আমি চরিত্রে অভিনয় করেছি এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে শুভ বলেন। বলা যাবে না চরিত্র নিয়ে কিছু। গিয়ে দেখবেন সেটা দর্শক হলে। অনেক বড় পরীক্ষা সিনেমাটি আমার জন্য। সময় দিতে হয়েছে আমাকে এই লুক পেতে দিনের পর দিনে। সব শ্রম সার্থক মনে করব এখন সিনেমাটি দর্শকপ্রিয়তা পেলেই।
- Advertisement -
- Advertisement -
নির্বাহী প্রযোজকের দায়িত্বে ছিলেন শুভ নিজেই পাবনায় বিভিন্ন লোকেশনে চিত্রায়িত ‘নূর’ সিনেমার। জান্নাতুল ফেরদৌস ঐশী সিনেমায় তার বিপরীতে আছেন। রায়হান রাফি এটি পরিচালনা করেছেন।
- Advertisement -