- Advertisement -
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ সাদা পাঞ্জাবি, মাথায় টুপিতে লেখা ‘বঙ্গবন্ধু’; হাজির হয়েই নজর কাড়লেন। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্স বৃহস্পতিবার সন্ধ্যায় কানায় কানায় পূর্ণ রাজধানীর পান্থপথে অবস্থিত। ‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রিমিয়ার শো বছরের বহুল আলোচিত।
বিশেষ অতিথিদের ছবি তোলার ভিড় নায়ককে এমন লুকে দেখে। ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য এক্সট্রিম’ অভিনন্দন,। শিরোনামে একটি র্যাপ গানে কণ্ঠ দিয়েছেন সিনেমাটির প্রচারণায় ‘কইরা দেখা’ গান দিয়ে শুরু করা যাক। কাউকে উদ্দেশ্য করে গানের কথা বলা হয়েছে কি গানটির কথা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
একদমই ব্যাপারটি এমন নয় হাসতে হাসতে আরিফিন শুভ বললেন। এটি প্রচারণার জন্য গান প্রথম কথা। কথা ব্যবহার করা হয়েছে সে কারণে এ ধরনের । আমাদের এবার নিজস্ব গল্প বলার সময় এসেছে আমরা বলার চেষ্টা করেছি।
- Advertisement -
- Advertisement -
কিছু করে দেখানোর সময় এসেছে আমাদের এবার মিথ্যা আশ্বাস না দিয়ে। কাজের সময় ‘আন্ত’ এর ‘আ’ নেই মুখে বললাম আন্তর্জাতিক। এমন কাউকে কিছু বলিনি কোনো একজন, দুজন, তিনজন ব্যক্তি, কোনো গ্রুপ, কোনো কোম্পানি আমি এটাকে কোনো।
- Advertisement -