- Advertisement -
২৪ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০২২ দিয়েছে ভাষা আন্দোলন, শিল্পসাহিত্য, গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সরকার। অভিনেতা আফজাল হোসেন এবার একুশে পদক পেয়েছেন বরেণ্য।
অভিনয়কে ভালোবেসেই সব করেছি পরিচালক, চিত্রশিল্পী ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেন বলেন একুশে পদক প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিনেতা। ভালো লাগার ব্যাপার রাষ্ট্রীয় সম্মান পাচ্ছি, অবশ্যই অনেক আনন্দ। এ চিন্তা কখনও মাথায় আসেনি এমন সম্মানে সম্মানিত হব।
‘আমার বাবাকে আজকের এই খবর জানাতে পারলে খুব ভালো লাগত আফজাল হোসেন যুক্ত করেন। বেঁচে নেই বাবা এখন। তবে একটা স্যুটকেসে আমার ছবিসহ খবর সংরক্ষণ করে রেখেছিলেন তিনি আমার অভিনয়-আঁকাআঁকি নিয়ে খুশি ছিলেন না। কিন্তু এই খবর জানানোর মতো অবস্থায় নেই এখন মা আছেন।
থিয়েটারে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন আফজাল হোসেন সত্তর দশকের মাঝামাঝি। বিটিভির প্রযোজনায় নাটকে অভিনয় করেন রবর্তী সময়ে তিনি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হন।
- Advertisement -
- Advertisement -
বিশেষ দর্শকপ্রিয়তা লাভ করে আশি দশকে বাংলাদেশের নাটকে সুবর্ণা-আফজাল জুটি।
- Advertisement -