টয়লেটে মোবাইল ব্যবহার ডেকে আনে বড় বিপদ!
টয়লেটে ফোন ব্যবহার করেন? কমোডে বসে চোখ বুলিয়ে নেনে ফেসবুক, গুগল বা মেসেঞ্জারে? তবে আপনি নিজের অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ! বিশেষজ্ঞদের মতে, বাথরুমে ফোন ব্যবহার করলে প্রাণঘাতি রোগ বাসা বাঁধতে পারে শরীরে।
• কি কি বা কোন ধরনের সমস্যা হতে পারে?
• স্মার্টফোন হাতে নিয়ে টয়লেটে গেলে অজান্তেই অনেকে বেশি সময় কাটিয়ে ফেলেন। তাতে মলদ্বারে চাপ পড়ে। এতে অর্শের আশঙ্কা বাড়ে।
• শুধু অর্শই নয়, দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকার ফলে মলদ্বারের শিরার উপরেও চাপ পড়ে। সেখানেও প্রদাহ হতে পারে। তাতে বাড়ে মলদ্বারের অন্য ধরনের অসুখের আশঙ্কাও।
• ঠিক ভাবে হাত না ধোয়া বা টয়লেট ব্যবহারের সময় সেই জায়গায় মোবাইল রাখার ফলে তাতে দ্রুত ছড়িয়ে পড়ে সালমোনেল্লা, ই.কোলাই, সিগেল্লা এবং ক্যামফাইলোব্যাকটরের মতো ব্যাকটেরিয়া।
• ফোনের টাচস্ক্রিনে গ্যাসট্রো এবং স্ট্যাপের মত ক্ষতিকর ভাইরাস জন্মাতে পারে বলে মত বিশেষজ্ঞদের।