কতো শত ট্রফি তুমি জিতেছ।
কতো নামি দামি জায়গায় তুমি নিজেকে প্রতিষ্ঠিত করেছ।
কিন্তু আমি জানি তোমার মনের ক্যাবিনেট ফাঁকা।
দুনিয়ার এমন কোনো ট্রফি নেই জায়গা টা পূরণ করতে পারে।
দুনিয়ার এমন কোনো স্ট্রেটেজি নেই হেরে যাওয়া জায়গা টা কাম ব্যাক করতে পারে।
মেলা টাকার এগ্রিমেন্ট ও এই মরন বাঁচা খেলার জয় ছিনিয়ে নিতে পারে না।
নিজের দায়িত্ব সামলে যখন বাড়ি ফেরা হয় তোমার একটা না থাকার কষ্ট তোমায় প্রতিটা ক্ষণ ব্যথা দেয়।
জীবনের সব থেকে বড় ট্রফি তোমায় ফাঁকি দিয়ে চলে গিয়েছে। একটা স্বপ্ন তোমায় আজো দেখায় সে আছে লুইস তোমার প্রতিটা ম্যাচ জেতার পর উল্লাস গুলোর মাঝে।
তোমার প্রতিটা প্ল্যানিং সাফল্য হওয়ার পর ওই তৃপ্ত হাসির মাঝে ।
তোমার প্রতিটা জয় করা ইতিহাসের মাঝে।
আরো ট্রফি জিতে ঐ আকাশে থাকা তোমার রাজকন্যার সাথে সেলিব্রেট করো এই প্রার্থনা। ❤️
জন্মদিন তোমারই কিন্তু তুমি একা নও সে আছে আমাদের সাথে মিষ্টি হাসি টা নিয়েই।
শুভ জন্মদিন লুইস।❣️
ভালো থেকো গোটা দুনিয়া জিতে নাও অন্তত তার জন্যে।
— আবু হানিফ বিপ্লব