- Advertisement -
তাসনিয়া ফারিন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী। ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয় ২০১৭ সালে মায়ের ইচ্ছায়। অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তারপর অসংখ্য নাটক-টেলিফিল্মে।
কোটি বাঙালির প্রিয় নাম ক্রিকেটার মাশরাফির সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ২০১৮ সালে বিকাশের একটি বিজ্ঞাপনে। ‘এক্স বয়-ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে একই বছর ফারিন অভিনীত ভালোবাসা দিবসে। ওটিটি প্ল্যাটফর্মেও নাম লেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি এ ছাড়া টিভি নাটকের পাশাপাশি।
মেহেরপুরে জন্মেছেন এই অভিনেত্রী ১৯৯২ সালে ৩০ জানুয়ারি। কক্সবাজার, চিটাগাং, পাবনা বাবার সরকারি চাকরির সুবাদে তেও থাকা হয়। কলেজে ও বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন তার শিক্ষাজীবনে তিনি হলিক্রস স্কুল।
‘পুলিশ একজন মানুষ’, ‘চার-কাহন’,’লাডডু সোনা’ দৌড়া বাজান’, ‘টাপুর-টুপুর ‘মাস্ক’ এ তিনি দুর্দান্ত অভিনয় করেছেন তার অভিনীত নাটকের মধ্যে। ‘পাশের বাসার মেয়ে’ , ‘নেটওয়ার্ক এর বাইরে ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ,’ট্রল’ এ ছাড়া জি ফাইভের ওয়েব সিরিজ তাকে দেখা গেছে ভিন্ন ভিন্ন চরিত্রে।
- Advertisement -
- Advertisement -
তাসনিয়া ফারিন নানা ভঙ্গিমা ও হাসিতে কোটি দর্শকের মন জয় করে নিয়েছেন নিজের অভিনয়গুণ। জন্মদিন আজ এই প্রাণবন্ত মিষ্টি মেয়েটির।
- Advertisement -