একটা সময় আমার বাবা টাকা জোগাড় করতেন আমার খেলার জুতো কেনার জন্যে। কারণ আমাদের সামর্থ্য ছিল না। আজ আমার কাছে অনেক জুতো আছে, আর আমি চিন্তা করি আমি কোথা থেকে উঠে এসেছি।
নাম টা ওইটুকু হলেও,ইনিয়েস্তার মানে বৃহৎ।
যেখানে সবাই টাকার জন্যে বড় বড় ক্লাব খেলতে চায়, সেখানে ইনিয়েস্তা শুধুমাত্র বার্সেলোনার মুখোমুখি হতে হবে বলে ইউরোপ ত্যাগ করেন।
যেখানে খেলোয়াড় অপেক্ষা করেন সব বড় ক্লাব গুলো আমার পিছে ছুটবে আর আমি সময় টা উপভোগ করবো, সেখানে ইনিয়েস্তা চোখের জল মুছতে মুছতে বলেন আমার কাছে চেলসি, ইউনাইটেড অফার থাকলেও আমি যেতে চাই না, কারণ আমার কাছে টাকা আর নামি ক্লাবের সুখ থেকে বার্সেলোনার মুখোমুখি হওয়া বেশি কষ্টের।
ইনিয়েস্তাকে কখনো দেখবেন না শ্রেষ্ঠত্ব অর্জনের জন্যে প্রতিযোগিতা করতে। সে বরাবরই খেলা কে ভালোবাসে আর আর্ম ব্যান্ড পরে সবার মুখে হাসি এনে দিতে লড়াই করে।
পেপ গার্দিওলার বলতেন , আন্দ্রেসের অনেক ট্যাটু নেই, হেয়ার স্ট্যাইল নেই, তাই হইতো রিপোর্টার রা মাতামাতি করেন না, কিন্তু তার ফুটবল দক্ষতা তাকে ক্ষমতার উচ্চতাতে বিরাজ করায়।
ইনিয়েস্তার নেদারল্যান্ডস এর বিপক্ষে গোল আর বিশ্বকাপ জয় এর উল্লাস যেনো ইনিয়েস্তাকে আরো ছাড়িয়ে নিয়ে যায়।
ইনিয়েস্তা একটা বিদ্রোহ নিশ্চুপ বিদ্রোহ।
যারা মন প্রাণ দিয়ে ভালোবাসার চিহ্ন রেখে যায়।
যারা একটা সরল হাসি দিয়ে স্কিল দিয়ে বিপক্ষ কে কুপোকাত করে যায়।
“ইনিয়েস্তা প্রমাণ করে শারীরিক শক্তি দিয়ে নিয়ে, মন আর বুদ্ধি দিয়ে স্কিল দিয়ে জয় আনতে হয়।
ইনিয়েস্তা প্রমাণ করে গোল করে সেরা নই গোল করিয়ে সেরা হওয়া যায়।
ইনিয়েস্তা প্রমাণ করে শুধু নিজের জন্যে নই সবার হাসির জন্যে লড়াই করতে হয়।
ইনিয়েস্তা প্রমাণ করে ঘৃণা শব্দ কে হারাতে এমন সুন্দর মন আর ফুটবল যথেষ্ঠ।
ইনিয়েস্তা প্রমাণ করে বিশ্বাস কে কিভাবে পূজো করতে হয়।
ইনিয়েস্তা সুন্দর হাসি প্রমাণ করে ফুটবল শুধু টাকা র খেলা নই ফুটবল উপভোগ করার খেলা।”
স্পেন তথা বিশ্বে একটা ফুটবল প্রেমী বাচ্চা কে জিজ্ঞেস করে দেখো বলবে আমি ইনিয়েস্তা হবো।
শুভ জন্মদিন ডন।❤️
তুমি বার্সেলোনায় নেই তবুও তুমি আছো।
তুমি মিড ফিল্ড জুড়ে নেই তবুও মনে বাঁচো।🧡
ভালোবাসি তোমাকে ইনিয়েস্তা। ❤️
কলমে :- আবু হানিফ বিপ্লব
Your article gave me a lot of inspiration, I hope you can explain your point of view in more detail, because I have some doubts, thank you.
Thank you very much for sharing, I learned a lot from your article. Very cool. Thanks. nimabi