সব সমালোচনা একটা সাইডে বাক্স বন্ধী করলাম।
“স্মরণ করলাম হেক্সা জয়ের উল্লাস।
ট্রেবল বগলদাবা করার সুখ।
হাতের ৫ টা আঙ্গুল তুলে গ্যালারির দিকে দেখিয়ে উল্লাস করার দিন।
চ্যাম্পিয়ন্স লিগ জিতেই নেট কেটে পাগলামি করার মানুষ।”
কখনো ভুলবো না স্যালারী সেক্রিফাইস করে ক্লাবের নতুন দের রেজিস্ট্রেশন করতে এগিয়ে আসার দিন।
কখনো ভুলবো না এই ভাঙ্গা সময়ে একটু চেষ্টা করার জোড়া লাগানোর সময় গুলো।
কখনো ভুলবো না নিজের মাথা চুঁইয়ে রক্ত পরার পরেও হেড করে বক ক্লিয়ার করার মুহুর্ত গুলো।
হয়তো তোমার দিকে ক্লাবের গোল কন্সিড হয় কিন্তু তুমি সর্বদা চেষ্টা রেখেছ ক্লাবের সম্মান রক্ষার্থে।
আমি একই জার্সি তে উমতিতি , দেম্বেলে কে কল্পনা করি ! আর বুঝতে পারি টাকার খাদক এবং ক্লাবের প্রতি ডেডিকেশন এর মাঝে পার্থক্য।
মানুষ বলে খারাপ সময়ে নিখুঁত মানুষ চেনা যায়
তারা সত্য বলে।
শেষের দিকে অবস্থান আপনার।
তবুও না থাকার মাঝেও একটু একটু চেষ্টার মাঝে নিজেকে নিংড়ে দেওয়া।
অনেক যুদ্ধ আমাদের সহায়তা করেছেন আমি এটাও জানি আর একটা মরশুম হয়তো আপনি বিদায় নেবেন। আর এটাই উপযুক্ত সময়।
তবে যেটুকু দিয়েছেন যথেষ্ঠ। ❤️
শুভ জন্মদিন প্রেসিডেন্ট পি কে। ❤️
ভালো থেকো সুস্থ থেকো। 🥂
Posted by Abu Hanif Biplab