- Advertisement -
পয়ের নিচে মাটি শক্ত
ভেবোনা তুমি বড়!
অল্প পানি জমার ফলে
কাদায় হবে জড়!
তুমি ফর্সা রূপে বাহার
আধারে বড় কালো,
আসল কালো আলোই রাঙা
অন্ধকারে ভালো!
আজ তোমার ধণ ভরাট
আগামীকাল শেষ,
গরীব চলে তাহার মতো
তুমি ধরবে বেশ!
আজ তোমার গাড়ির ঝড়
কাল হাটছো পায়ে,
সাদা চামড়া পুড়ছে রোদে
লাগে কেমন গায়ে?
যাহা তোমার, তাহা পরের
তুমি মাত্র পথ!
সরল পথে চালাও গাড়ী
চলবে রাঙা রথ
Writen by Abu Hanif Biplab