জীবনে কম বেশি অনেক ফুটবলার দেখেছেন।
কারুর উত্থান দেখেছেন কারুর পতন…
কাউকে দেখেছেন নিজের ফর্ম এর সাথে লড়াই করতে কাউকে দেখবেন ফর্ম এ থাকার পরেও ভালো ম্যাচে হারিয়ে যেতে ।
তারপর এমন একজন খেলোয়াড়ের সাথে সাক্ষাৎ যিনি তার গতি , স্কিল, এবং বুদ্ধি দিয়ে করেছেন অজস্র গোল… দিয়েছেন রেকর্ড এ্যাসিস্ট, এবং জিতেছেন দামি ট্রফি… দুর্ভাগ্য এমন সব মানুষ বিশ্বকাপ এর স্পর্শ পায় নি।
তবে একজন সেরা খেলোয়ার হিসেবে সব বড় দল গুলো আগ্রহ প্রকাশ করে যাওয়া খেলোয়াড় এর প্রতি সেটা ডি মারিয়া র অন্যতম সাফল্য।
খেলেছেন ইউনাইটেডের মতো দলে, রিয়াল মাদ্রিদ এর ফাইনালের একমাত্র চাবী বলতে সেই ছিল.. প্যারিসের ৭ টা মরশুম ১৮ টা ট্রফি এবং সেরা এ্যাসিস্ট দাতা হিসেবে বিদায়….
কাল গোল করেই কান্না করতে করতে সেই পরিচিত ভালোবাসার চিহ্ন নিয়ে সেলিব্রেশন করতে করতে বুঝিয়ে গেলেন … জীবনে ভালো খারাপ সব সময় আসে…. কিন্তু জীবনে বিদায় টা খুব নিষ্ঠুর। যাকে পরিবর্তন করা যায় না।
কিছু দিন আগে দিবালা কে এভাবেই তার প্রিয় ক্লাব ছেড়ে যেতে কান্না করতে দেখেছি আর সেই ক্লাবে হইতো ডি মারিয়া আসছে চোখের জলে নিজের প্রিয় ক্লাব টা কে বিদায় দিয়ে।
জীবনের কি অদ্ভুত স্ট্রেটিজি কেও স্থায়ী নয়…
আজ তুমি ভালোবাসার কাল তুমি প্রাক্তন..
আজ যে তোমার জন্যে চিৎকার করবে কাল মুখোমুখি হলে করবে বিদ্রুপ…
এসবেরই মাঝে আমাদের সম্মান এর জন্য থেকে যায়… কোনো এক সময়ের জিদান, কোনো এক সময়ের টোট্টি, কোনো এক সময়ের মালদিনি, বুফন, আগুয়েরো, কিংবা ডি – মারিয়া। ❤️
আমাদের দেখা হবে বিশ্বকাপের মঞ্চে..
আমরা একসাথে বিদায় নেবো বিশ্বকাপে চুমু দিয়েই.. তোমার উপস্থিতি কোনো এক গোটা সমর্থক কুল কে অনেক ভরসা দিয়ে যায়।
পরবর্তী গন্তব্যের জন্যে অনেক শুভ কামনা।
চোখের জলে নয় হৃদয় নিংড়ানো চওড়া হাসি টা দিয়ে এগিয়ে যাও। ভালো থেকো। ❤️
-আবু হানিফ বিপ্লব