16.8 C
New York
Saturday, June 10, 2023

অল্প কিছুতেই ভেঙে পড়া ঠিক না, ধৌর্য্য রাখতে হবে

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

জীবনে কোন এক ইস্যুতে কষ্ট পেয়ে আফসোস করে অনেক সময় মানুষ বলেই ফেলে”‼️🙂

“কী পাপ করেছিলাম যে আমার সাথে এমন হলো? আমি কী এতই অপ্রিয় আপনার কাছে আল্লাহ্‌ ? আমিই কেন? “‼️😇

- Advertisement -

খানেক সময় পরে ঐ একই ইস্যুর ব্যাপারে বলে….

“কী এমন পূণ্য করেছিলাম যে আমার সাথে এমনটা হয়েছিল। আলহামদুলিল্লাহ! আমার কোন আমলে খুশি হয়ে আমার এত বড় কল্যাণ করেছিলেন!এত বান্দা থাকতেও আমার মত অধমকে নিয়ে এতটা ভাবেন ! “

জীবনের বিষয় গুলো এমনই। যা আপনার কাছে দুঃখের কারণ মনে হয় তাই সুখের কারণ হয়ে যাবে, যিনি রাত কে দিন করতে পারে তাঁর কাছে এটা খুবই সহজ যে তিনি আপনার জীবনের রাত গুলোকেও দিন করে দিবেন

তাই কোন কিছু অপ্রত্যাশিত ঘটে গেলে ধৈর্য ধরে অপেক্ষা করুন, সালাতের মাধ্যমে সাহায্য চান, সময় মত উত্তর পেয়ে যাবেন ইনশা আল্লাহ। সব স্পষ্ট হয়ে যাবে আপনার সামনে…

অবস্থা দৃষ্টে ঘটনা একরকম মনে হলেও অধিকাংশ ক্ষেত্রেই ঘটে তার উল্টোটা।অনেক নবী রাসূলগণের ক্ষেত্রেও এমনটা ঘটে ছিল-

মুসাকে (আ:) নদীতে ভাসিয়ে দেওয়ার জন্যে তাঁর মাকে নির্দেশ দেওয়া হয়েছিল; ইউসুফকে (আ:) মেরে ফেলার জন্যে কূপে নিক্ষেপ করা হয়েছিল; ঈসা (আ:) এর মা মারইয়াম(আ:) অলৌকিকভাবে সন্তান জন্ম দিয়েছিলেন; আয়েশাকে (রা:) মিথ্যা কলঙ্কে অভিযুক্ত করা হয়েছিল;

ইউনুসকে (আ:)তিমি মাছ গিলে ফেলেছিল; ইব্রাহীমকে (আ:)আগুনে নিক্ষেপ করা হয়েছিল; মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রিয়তমা স্ত্রী খাদিজার (রা:) মৃত্যু বরণ করা; সালামাহ্‌ (রা:) ভেবেছিলেন যে, আবু সালামাহ্‌ (রা:) থেকে উত্তম আর কেউ হতে পারবে না; একবার ভেবে দেখুন তো, এই ঘটনাগুলো ঘটার সময় লোকেরা কী ভেবেছিল আর পরবর্তীতে ঘটনাগুলো কোন দিকে মোড় নিয়েছিল !!

আমার, আপনার জীবনও আল্লাহ তা’য়ালার পরিকল্পনার বাইরে নয়।
আমরা তা-ই চাই, যা আমরা পছন্দ করি। কিন্তু আল্লাহ্‌ রাব্বুল আলামীন তা-ই ঘটান যা তিনি ইচ্ছা করেন।

এবং আল্লাহ তা’য়ালার পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ। [সূরা আলে ইমরান,আয়াতঃ৫৪]
এবং

….শীঘ্রই আপনার রব আপনাকে এত প্রতিদান দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। [সূরা আদ্ -দুহা,আয়াতঃ৯৩

- Advertisement -

Related Articles

Leave a Comment:

Stay Connected

22,025FansLike
3,802FollowersFollow
18,600SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page

Page 1

You are visiting this page for the 1st time.

Page: 1