- Advertisement -
বলিউড অভিনেতা অর্জুন কাপুর নিজেকে নতুন মোটরসাইকেল উপহার দিলেন। মোটরসাইকেলের গর্বিত মালিক তিনি এখন ডুকাটি স্ক্র্যাম্বলার ব্র্যান্ডের। নতুন বন্ধু’র ছবি শেয়ার করেছেন এ অভিনেতা সামাজিক পাতায়।
সাদাকালো ছবি পোস্ট করেছেন অর্জুন কাপুর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি। নতুন বন্ধু হিসেবে অভিহিত করেন তিনি সেখানে নতুন মোটরসাইকেলকে।
অর্জুনের ডুকাটি স্ক্র্যাম্বলার ব্র্যান্ডের ৮০৩ সিসি মোটরসাইকেলের দাম ১৩ লাখ রুপি বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ১৫ লাখ টাকা।
‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ সিনেমায় দেখা গেছে এবার কাজের প্রসঙ্গে আসা যাক, অর্জুন কাপুরকে সবশেষ। পরিণীতি চোপড়া এতে তাঁর বিপরীতে অভিনয় করেন। এতে তাঁর সহ-অভিনেতা দিশা পাটানি, তারা সুতারিয়া ও জন আব্রাহাম আগামীতে তাঁকে ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায় দেখা যাবে।
- Advertisement -
- Advertisement -
দেখা যাবে তাঁকে ‘লেডিকিলার’ সিনেমায়ও।
- Advertisement -