- Advertisement -
- Advertisement -
- Advertisement -
আলোচিত অভিনেতা অনন্ত জলিল ঢাকাই সিনেমার। নিজের অবস্থান পরিষ্কার করলেন এবারের শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। অনন্ত জানিয়েছেন তার অবস্থান নিজের ফেসুবকে এক স্ট্যাটাসের মাধ্যমে।
নির্বাচনকে ঘিরে এরই মধ্যে সরব এফডিসি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের। লক্ষ করা গেছে উৎসবের আমেজ। কাঞ্চন-নিপুণ প্যানেল, মিশা-জায়েদ এবার নির্বাচনে লড়ছে। প্রকাশ করেছেন তারা র্প্রর্থী তালিকাও।
- Advertisement -
প্রকাশ করেছেন তারা র্প্রর্থী তালিকাও।চ্ছেন কোন প্যানেলকে ? উত্তর দিয়েছেন অনন্ত জলিল।
আসসালামু আলাইকুম, নিজের ফেসবুকে লিখেছেন শিল্পীদের পাশে আমি ছিলাম, আছি, থাকব , শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই! আমি জড়িত থাকব না কোন ধরনের নির্বাচনের সঙ্গে রাজনৈতিক নির্বাচন অথবা শিল্পী সমিতির নির্বাচন।
পীরজাদা শহীদুল হারুন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বিএইচ নিশান ও জাহিদ হাসান সঙ্গে দুই নির্বাচন কমিশনার। সোহানুর রহমান সোহানকে আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।
- Advertisement -